নওগাঁর সাপাহারে শিশু অপহরণকারী সন্দেহে সোহাগ(২০)নামের এক যুবককে স্থানীয় জনতা আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে।
এলাকাবাসী সুত্রে জানাগেছে, গত শনিবার বিকেল ৩ টার দিকে উপজেলার তিলনা ইউনিয়নের বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির শিক্ষার্থী, চন্দুরা গ্রামের স্বপন এর ছেলে মোহাম্মদ বিপ্লব(৭),রুবেল এর ছেলে ফহিম(৬),রাব্বানীর ছেলে মাসুম(৬) ও রফিকুলের ছেলে আব্দুল্লাহ্(৭) ৪ সহপাঠি বাড়ির সামনে খেলা করার সময় এক কতিথ অপহরণকারী সেখানে গিয়ে ওই গ্রামের অদুরে পানিখাকা নামক স্থান চিনিয়ে দেওয়ার কথা বলে। এ সময় ওই যুবক শিুদের বিস্কুট খাওয়ার লোভ দেখিয়ে গ্রাম থেকে প্রায় ১ কিলোমিটার দূরে পানিখাকা পুকুরের কাছে নিয়ে যায়। ৪জন শিশুর মধ্যে তিন জনকে ৫০ টাকার একটি নোট ধরিয়ে দিয়ে দোকানে বিস্কুট নিতে পাঠিয়ে দিয়ে ফোনে অন্য কোন ব্যক্তিকে বলে যে,মক্কেল পাওয়া গেছে, কথা শুনে ওই শিশু তাকে প্রশ্ন করে মোয়াক্কেল কি? যাকে ফোন করলাম তার নাম মোয়াক্কেল। ৩ শিশু বিস্কুট নিতে গেলে টাকা কোথায় পেলো জানতে চাইলে শিশুরা দোকানদার কে সব ঘটনা খুলে বলে। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে থাকা শিশুর মা পানিখাকা নামন পুকুরে ছুটে গিয়ে তার সন্তানকে উদ্ধার করেন। এ সময় অপহরণকারী ওই যুবক দৌড়িয়ে পালিয়ে যায়। অপহরণকারী যুবকের বাড়ি পাশ্ববর্তী দমদমা গ্রামে বলে চিনতে পারায় ওই দিন সন্ধ্যায় গ্রামের লোকজন সেই যুবকের বাড়িতে গিয়ে কতিথ অপহরণকারী সোহাগ হোসেন কে আটক করে।
স্থানীয় ইউপি সদস্য রইচ উদ্দীন বিষয়টি উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন কে ফোনে অবগত করেন ও আটক সোহাগ কে নিজ জিম্মায় রাখেন। পরদিন রোববার সকালে শিশু অপহরণ চেষ্টার অভিযোগে আটক যুবককে উপজেলা পরিষদ চেয়ারম্যানের নিকট নিয়ে আসা হয়। বিষয় টি শালিস যোগ্য অপরাধ না হওয়ার কারনে আটক যুবক সোহাগ কে স্থানীয় থানায় সোপর্দ করা হয়। শিশু অপহরণ চেষ্টায় অভিযুক্ত যুবক উপজেলার দমদমা গ্রামের আইনাল হক মাষ্টারের ছেলে।
এ বিষয়ে শিশুদের অভিভাবকগণ অপরাধীর উপযুক্ত শাস্তি দাবি করেন। স্থানীয় লোকজন জানান সোহাগ একজন মাদক সেবী সে চুরি সহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ডের সাথে জড়িত আছে সম্প্রতি সে জেল থেকে ছাড়া পেয়ে এলাকায় এসেছে। সাপাহার থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ শিশু অপহরণ চেষ্টার অভিযোগে সোহাগ নামের এক যুবককে থানায় দিয়েছে এবিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন