শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

টানা ১২ ম্যাচ জিতল সিটি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৯, ৬:৩৬ পিএম

পয়েন্ট তালিকার নিচের সারির দল বার্নলিকে হারাতে ঘাম ঝরাতে হয়েছে ম্যানচেস্টার সিটিকে। সার্জিও আগুয়েরোর একমাত্র গোলে প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফেরে পেপ গার্দিওলার দল। লিগে এ নিয়ে টানা ১২ ম্যাচে জয় পেল সিটিজেনরা।
এই জয়ে লিভারপুলকে টপকে আবারও পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে সিটি। ৩৬ ম্যাচে দুই দলের পয়েন্ট যথাক্রমে ৯২ ও ৯১। প্রিমিয়ার লিগ যুগে এই প্রথম এক মৌসুমে দুই দল ৯০ পয়েন্টের সীমা অতিক্রম করল। ইংলিশ শীর্ষ ফুটবলে এর আগে একবারই ঘটেছিল এমন ঘটনা, ১৯৭০-৭১ মৌসুমে, আর্সেনাল (৯৪) ও লিডস (৯১) এই কীর্তি গড়ে। প্রতিযোগিতার প্রথম দল হিসেবে গত মৌসুমে ১০০ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের কীর্তি গড়ে গার্দিওলার দল।
বার্নলির মাঠে গতকাল ম্যাচের ৬৪তম মিনিটে জয়সূচক গোলটি করেন আগুয়েরো। লিগে এটি তার ২০তম গোল। থিয়েরি হেনরির পর প্রিমিয়ার লিগে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টানা ৫ মৌসুমে ২০ বার এর অধিক গোল করলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
বাকি দুই ম্যাচে সিটির প্রতিপক্ষ লেস্টার সিটি ও ব্রাইটন। লিভারপলের প্রতিপক্ষ নিউক্যাসল ও জায়ান্ট কিলার খ্যাত উলভস।
একই রাতে লেস্টারের কাছে ৩-০ গোলে হারে আর্সেনাল। এটি গানারদের টানা তৃতীয় হার। একই রাতে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির মধ্যকার ম্যাচটি ১-১ ড্র হয়। টানা তিন ম্যাচ জয়শূণ্য থাকায় আসছে মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পওায়া অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে ইউনাইটেডের।
লিগে আর দুই ম্যাচ বাকি। ৭০ পয়েন্ট নিয়ে তিনে টটেনহাম, চারে থাকা চেলসির সংগ্রহ ৬৮। দুই পয়েন্ট পিছিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্সেনাল। ৬৫ পয়েন্ট নিয়ে ছয়ে সুলশারের ইউনাইটেড।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন