শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ফের বৃষ্টিতে আটকে গেল টস

আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ মে, ২০১৯, ৫:৩২ পিএম

বেশ ক’দিন থেকেই আয়ারল্যান্ডের আকাশ ভারী হয়ে আছে কালো মেঘে। সেটি বারি হয়ে ঝরলো বুধবার। আর তাতে অনুশীলনই করতে পারেননি বাংলাদেশ দল। বৃহস্পতিবার সেটি রূপ নেয় ভারী বর্ষনে।

সকাল থেকে কয়ক দফায় বৃষ্টি হয়েছে ম্যালাহাইডে। বেরসিক সেই বৃষ্টি পুরো তলিয়ে রাখল ডাবলিনের ‘দ্য ভিলেজে গ্রাউন্ড’। যেখানে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক আয়ার‌্যলান্ডের মুখেমুখি হবার অপেক্ষায় বাংলাদেশ।

লম্বা সময় অপেক্ষার পর বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় সেন্টার উইকেট থেকে কাভার সরানো শুরু হয়েছিল। ঠিক সে সময়ে আবার বৃষ্টি নামলে আর কাভার সরানো যায়নি। টসের জন্য অপেক্ষা আরও বাড়ল।

বৃষ্টি থামলে কার্টেল ওভারে খেলা হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে গত ম্যাচের একাদশ থেকে কিছুটা পরিবর্তন হতে পারে বাংলাদেশ একাদশে। অফস্পিনার মেহেদী হাসান মিরাজের জায়গায় রুবেল হোসেনকে একাদশে দেখা যেতে পারে।

নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৬ রানে হেরেছে আয়ারল্যান্ড। আর বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করেছে সেই উইন্ডিজকেই উড়িয়ে। ৩০ বল বাকী থাকতেই ৮ উইকেটের জয় পায় টাইগাররা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন