শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চকরিয়ায় ভেজাল বিরোধী অভিযান অব্যাহত, ২২ মণ মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ

বিশেষ সংবাদদাতা কক্সবাজার | প্রকাশের সময় : ১৪ মে, ২০১৯, ১২:৩৭ পিএম

মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়ায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।

ক্রেতা সেজে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট অভিযান চালিয়ে মঙ্গলবার ২২ মণ মেয়াদোর্ত্তীণ খেজুর জব্দ করেছে। এসময় আদালত তিনটি দোকান মালিক থেকে আইন লঙ্ঘনের অপরাধে ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

চকরিয়া পৌরশহরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, মুদির দোকানে মেয়াদ উত্তীর্ণ খেজুর রাখায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে ওই দোকান থেকে ২২ মণ খেজুর জব্দ করে ধ্বংস করা হয়।

তিনি বলেন, এছাড়াও মুদির দোকানে মূল্য তালিকা না টাঙ্গানোর কারনে একটি দোকানকে ১০ হাজার টাকা এবং ফুটপাত দখল করায় বিভিন্ন দোকান বসানোর কারণে অপর দোকানীকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভোক্তা অধিকার আইনে এসব জরিমানা আদায় করা হয়। রমজানমাস জুড়ে এধরনের অভিযান অব্যাহত থাকবে জানান ইউএনও।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন