সিরাজগঞ্জ সদর উপজেলায় ভেজাল গুড় কারখানার মালিক আব্দুল করিমকে ৪০হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বিপুল পরিমাণ ক্ষতিকর হাইড্রোজ ও চিটাগুড় জব্দ করে ধংস করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় ছোনগাছা ইউনিয়নের গুপিরপাড়া গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
তিনি জানান, গুপিরপাড়া গ্রামের আব্দুল করিমের গুড় তৈরির কারখানায় আখের রসের পরিবর্তে চিনি, ময়দা, হাইড্রোজ ও চিটাগুড় দিয়ে গুড় তৈরি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় ক্ষতিকর হাইড্রোজ ও চিটাগুড় জব্দ করে কারখানার মালিক আব্দুল করিমকে ৪০হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন