শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

পাবনায় র‌্যাবের ভেজাল বিরোধী অভিযানে ৩ জনের জেল-জরিমানা

প্রকাশের সময় : ১৮ মে, ২০১৬, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা

পাবনায় র‌্যাব ভেজাল বিরোধী অভিযান জোরদার করেছে। পর পর ২ দিনের অভিযানে ভেজাল দুধ, ভোজাল পশু খাদ্য ও এগুলো তৈরির করার সরঞ্জামাদি জব্দ করেছে। র‌্যাব সূত্রে জানা গেছে, খাদ্যে ভেজাল ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবেন। অভিযানের অংশ হিসেবে গত শনিবার র‌্যাব-১২, সিপিসি-২, পাবনার একটি দল উপ-পরিচালক শেখ মনিরুজ্জামান, পিএএম-এর নেতৃত্বে পাবনার সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে সুজানগর থানাধীন চিনাখড়া এলাকা থেকে ভেজাল দুধ ব্যবসায়ীর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় ভেজাল দুধ প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের অপরাধে দুধ ব্যবসায়ী বকুল সর্দার (২৫) ও তার সহযোগী মোঃ হারুন (২২)-কে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ৮৫,০০০ টাকা করে জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদ-াদেশ দেন। পরদিন গত রোববার বিকালে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনার একটি দল ডিএডি মোঃ মনোয়ার হোসেনের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদ নেওয়াজের উপস্থিতিতে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন গোয়াল বাথান গ্রামে অভিযান চালায়। ভেজাল খৈল (পশু খাদ্য) তৈরি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত ভেজাল খৈল (পশু খাদ্য) উৎপাদন ও বিপণনের অপরাধে মেসার্স রাবেয়া অয়েল মিল-এর মালিক মোঃ বাবুল সরকার (৪০)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দোষী সাব্যস্ত করে ৬ মাসের বিনাশ্রম কারাদ- এবং ৫০,০০০ জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন