উত্তর: প্রকৃতই সন্তানের দুধের অভাব হলে মা রোজা ছাড়তে পারেন। যেমন- গর্ভের সন্তানের নিশ্চিত ক্ষতি হচ্ছে পরহেজগার ডাক্তার এমন মত দিলে প্রেগনেন্ট মায়েরাও রোজা ছাড়তে পারেন। এসব রোজা পরে সুবিধাজনক সময়ে কাজা করতে হয়। কাজা মানে এক রোজার বদলে এক রোজা রাখা। সূত্র: ফতোয়ায়ে শামী, ইবনে আবেদিন শামীকৃত। আহসানুল ফাতাওয়া, করাচী সংস্করণ। জামিউল ফাতাওয়া, ইসলামী ফিকাহ ও ফতোয়া বিশ্বকোষ।
উত্তর দিচ্ছেন: আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী।
মন্তব্য করুন