বগুড়ার কাহালু উপজেলার পশ্চিম দিকের শেষপ্রান্ত ও পাশর্^বর্তী দুপচাঁচিয়া পৌরসভার পূর্বদিকের শেষ প্রান্তের দুটি গ্রামে সারা বছরের মত পবিত্র রমজান মাসেও চলছে ধুন্ধুমার জুয়ার আসর !
সময়টা গ্রীষ্মকাল বলেই দিনের পড়ন্ত বেলায় এটা শুরু হয়। আবার রোজার মাস বিধায় ইফতারের একটু ভাগেই শেষ করা হয় জুয়ার আসর। অন্য সময় দিনরাত চলে ধুন্ধুমার জুয়া। বগুড়া ও আশেপাশের জেলা গুলো থেকেও পেশাদার জুয়াড়–রা আসে এসব আসরে। খেলা শেষে লক্ষ লক্ষ টাকার ভাগাভাগি হয় আয়োজক ও আইন শৃঙ্খলা রক্ষাকারি একটি অংশের সাথে। ফলে বহুবার কাহালু ও দুপচাঁচিয়া থানায় স্থানীয় লোকজন অভিযোগ করেও কোনো ফল হচ্ছেনা বলে অভিযোগ রয়েছে ।
খোঁজ নিয়ে জানা গেছে, দুপচাঁচিয়া পৌরসভার একজন কাউন্সিলর এবং কাহালুর বীরকেদার ইউপির একজন ইউপি সদস্য এই জুয়ার আয়োজনের মূলহোতা বলে স্থানীয়ভাবে কেউ এর প্রতিবাদও করতে পারে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন