শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

জুয়ার আসর থেকে ইউপি চেয়ারম্যানসহ আটক ৭

প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগ সভাপতি আইনুল হক চৌধুরীসহ ৭ জনকে গ্রেফতার করেছে দিনাজপুর গোয়েন্দা পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় জুয়া খেলার সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়। দিনাজপুর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক এসআই বজলুর রশিদ জানান গোপন সূত্রে খবর পেয়ে, নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের ভাগলপুর বাজার সংলগ্ন পুকুর পাড়ের ঘরে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ইউপি চেয়ারম্যান আইনুল হক চৌধুরীসহ ৭ জনকে আটক করা হয়। আটক অসামীদের ডিবি কার্যালয়ে এনে মোবাইল কোর্টের মাধ্যমে জনপ্রতি ১ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন