দিনাজপুরের বিরলে নোনানদী পূনঃ খননের সময় ধামইড় ইউপি’র বিরল-ধুকুড়ঝাড়ী রাস্তার ধুকুরঝাড়ী ব্রীজের নিচ থেকে বহুমূল্যবান কষ্টিপাথর সাদৃশ্য ২ টি বিষ্ণুমূর্তি উদ্ধার হয়েছে। বুধবার বিকালে পাথরের মুর্তি ২টি ঐ এলাকা থেকে উদ্ধার করা হয়। এসময় মূর্তি ২টি এক নজর দেখার জন্য শত শত উৎসুক জনতা ভীড় জমায়। পরে খবর পেয়ে বিরল উপজেলা নির্বাহী অফিসার সংগীয় পুলিশফোর্স নিয়ে ঘটনা স্থলে যান এবং মূর্তি ২টি উদ্ধার করে দিনাজপুর জেলা প্রশাসকের রাষ্ট্রীয় কষাগারে জমা দেন। তিনি জানান, পরিক্ষা না করা পর্যন্ত মূর্তি ২টির মুল্য নিধারণ বা কিসের তৈরী তা সনাক্ত করণ সম্ভাব নয়। এসময় বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নৌপরিবহন প্রতিমন্ত্রি খালিদ মাহমুদ চৌধুরী এমপি ভিডিও কলের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে মূর্তি ২ টি সংরক্ষণের জন্য প্রতœত্তাত্ত্বিক বিভাগে পাঠানোর জন্য নিদ্দেশনা প্রদান করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন