মেঘনা নদীর তীরে অবৈধ দখলকৃত মেঘনা গ্রুপের জেটি ও ইউনিক গ্রুপের স্থাপনা থেকে বালু অপসারণের জন্য নিলামে দিয়েছে বিআইডব্লিউটিএ ও নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। গতকাল বুধবার সকালে বিআইডব্লিউটিএ সোনারগাঁয়ের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ইউনিক গ্রুপের অবৈধ ভাবে দখলকৃত স্থাপনা থেকে বালু অপসারনের জন্য নিলাম ঘোষণা করে। সর্বোচ্চ দরদাতা সাব্বির নামের এক ব্যাক্তির কাছে ২৪ লাখ ১০ হাজার টাকায় ওই বালু বিক্রি করা হয়।
বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী ও উপ-পরিচালক মো. শহীদুল্লাহর সার্বিক তত্বাবধায়নে অভিযানটি পরিচালিত হয়।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী বলেন, মেঘনা নদীর দুই তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে ৬ দিনব্যাপী অভিযান পরিচালিত হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন