শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

অভিযানে সৈকত এলাকা ৪১৭ অবৈধ দোকান উচ্ছেদ

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২২, ৪:৫৮ পিএম

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের
অভিযানে সৈকত এলাকার ৪১৭ টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু জাফর রাশেদ এর নেতৃত্বে এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতায় হাইকোর্টের
নির্দেশে সমুদ্র সৈকত এলাকার সুগন্ধা পয়েন্ট, লাবনী পয়েন্ট এবং কলাতলী পয়েন্টে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালানো হয়।

এ সময় অবৈধভাবে গড়ে উঠা ছোট বড় ৪১৭ টি দোকান উচ্ছেদ করা হয়। উক্ত উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন অতিরিকৃত জেলা প্রশাসক মোঃ আমিন আল পারভেজ এবং অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সুফিয়ান।

এ ব্যাপারে কক্‌সবাজার উন্নয়ন ককর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর (অব) মোহাম্মদ নুরুল আবছার, বলেন, সৈকতে লাখো পর্যটকের সমাগম হয়। কিন্তু সমুদ্র সৈকতের বালিয়াড়িতে অবৈধভাবে দোকান পাট নির্মাণের ফলে সমুদ্র সৈকতের সৌন্দর্য বিনষ্ট হচ্ছে।

কউক চেয়ারম্যান জানান,
প্রধানমন্ত্রীর স্বপ্নের একটি আধুনিক, আকষণীয় ও পরিকল্পিত পর্যটন নগরী বাস্তবায়ন অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন