শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জাপান-অস্ট্রেলিয়া গ্রুপে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ মে, ২০১৯, ৯:১৭ পিএম

এফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের মূল পর্বে এবারো জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে লাল-সবুজদের আরেক প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড। টুর্নামেন্টের মুল পর্বকে সামনে রেখে বৃহস্পতিবার থাইল্যান্ডের চোনবুরিতে গ্রুপিং নির্ধারেণের জন্য ড্র অনুষ্ঠিত হয়। ‘বি’ গ্রুপের চার দল হলো- গতবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্সআপ দক্ষিণ কোরিয়া, চীন ও ভিয়েতনাম।

গতবার বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ সরাসরি মূলপর্বে উঠেছিল। তখন মূল পর্বে নিজেদের গ্রুপে উত্তর কোরিয়ার বিপক্ষে ৯-০ গোলে হারের পর জাপানের কাছে ৩-০ ও অস্ট্রেলিয়ার কাছে ৩-২ গোলে হেরেছিল বাংলাদেশের কিশোরী দল। এবার বদলে যাওয়া ফরম্যাটের বাছাইয়ের প্রথম পর্বে চ্যাম্পিয়ন হওয়ার পর দ্বিতীয় পর্বে রানার্সআপ হয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন