ঈশ্বরদীতে গতকাল শনিবার সকালে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে ঈশ্বরদীর গোকুলনগর থেকে আলতাব হোসেন (৪৫) ও চকনারিচা বাঘবাড়িয়া এলাকা থেকে সাকিব হোসেনের (২০) লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, ঈশ্বরদীর গোকুলনগর গ্রামের ডাব্লিউ নামের এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির ভেতর থেকে আলতাব হোসেনের (৪৫) লাশ উদ্ধার করে পুলিশ। তিনি শহরের স্কুলপাড়া চারাবটতলা এলাকার আবেদ আলীর ছেলে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
ঈশ্বরদী থানা পুলিশের ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, নিহত আলতাব হোসেন মাদক ব্যবসায়ী ছিলেন। অভ্যন্তরীণ কোনো ঘটনায় তিনি খুন হতে পারেন। অপর নিহত সাকিব নানার বাড়িতে এসেছিলেন। সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
অপরদিকে ঈশ্বরদীর চকনারিচা বাগবাড়িয়া গ্রামের শামসুলের বাড়ির পেছন থেকে সাকিবের (২০) লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন