শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মানবপাচারকারী গ্রেফতার

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৯, ১২:০৩ এএম

ইউরোপের দেশগুলোতে অবৈধভাবে মানবপাচারকারি চক্রের সঙ্গে জড়িত রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। রফিক গত ১০ মে তিউনিসিয়া উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ৩৭ জনের মধ্যে অন্যতম মো. রাজিবকে (২৫) লিবিয়া থেকে ইতালী পাঠানোর চক্রের সঙ্গে জড়িত। রাজিবের স্বজনদের দায়ের করা মামলায় রফিকুলকে শুক্রবার রাত সাড়ে ১১টায় গাজীপুর জেলার রাজাবাড়ি বাজার থেকে গ্রেফতার করা হয়। রফিকুল দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কুশোট গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে। ভূমধ্যসাগর ট্রাজেডিতে নিহত রাজীব শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার নলতা গ্রামের ইয়ার মোহাম্মদ খানের ছেলে।
শনিবার বরিশাল নগরীর রূপাতলীতে র‌্যাব-৮ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ভূমধ্যসাগর ট্রাজেডির পর ইউরোপে অবৈধভাবে মানবপাচারের সঙ্গে জড়িত চক্রকে গ্রেফতার করতে র‌্যাবের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশের প্রেক্ষিতে চক্রের সঙ্গে জড়িত রফিকুল ইসলামকে গাজীপুরের রাজাপুর বাজার থেকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া রফিকুল ২০০৭ সাল থেকে ১৭ সাল পর্যন্ত দশ বছর সিঙ্গাপুরে ছিল। দেশে ফিরে সে গাজীপুরে গ্রামীন টেলিকমের ব্যবসা শুরু করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন