মাদারীপুরের কালকিনিতে বোমা বিস্ফোরিত হয়ে মহিউদ্দিন (১৮) নামের এক যুবকের হাতের কব্জি বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সোমবার দুপুরে বোমা বানাতে গিয়ে এ ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষীপুর এলাকার খবির উদ্দিনের ছেলে মহিউদ্দিন দুপুরের দিকে বাড়ির পাশের একটি নির্জন বাগানে বসে বোমা তৈরী করছিলেন। এসময় একটি বোমা হঠাৎ করে বিস্ফোরিত হয়। এতে করে তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায় এবং তার ডান চোখ মারাতœকভাবে ক্ষতিগ্রস্থ হয়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতলে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন বলেন, বোমা বানাতে গিয়ে হাতের কব্জি বিচ্ছন্ন হয়ে গেছে। তবে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন