যশোরের কেশবপুরে বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনায় পুলিশ বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনকে আটক করেছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, আটক যুবলীগ নেতাকে শুক্রবার আদালতে সোপর্দ করে ১০দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে কুড়িয়ে পাওয়া একটি বোমার বিস্ফোরণে বাউশলা গ্রামের মিজানুর রহমানের ছেলে আব্দুর রহমান (১০) নিহত এবং তার মা নিলুফা বেগম (২৭) ও বোন মারুফা (৪) আহত হন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতের পিতা মিজানুর রহমান চলাচলে অক্ষম হওয়ায় তার স্ত্রী নিলুফা মাঠে স্যালো মেশিন দেখাশোনা করেন।
মেশিনের কাছে একটি কৌটা দেখতে পেয়ে তা বাড়ি নিয়ে আসেন। বাড়িতে বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে। পুলিশ ঘটনার পর স্যালো মেশিনের পাশে একটি টং ঘরে অভিযান চালিয়ে সেখান থেকে যুবলীগ নেতাকে আটক করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন