শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কোটালীপাড়ায় ইফতার মাহফিলে সাংবাদিকদের দাওয়াত দেইনি আওয়ামীলীগ

কোটালীপাড়া(গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ মে, ২০১৯, ১২:০৫ এএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইফতার মাহফিলে সাংবাদিকদের দাওয়াত দেইনি উপজেলা আওয়ামীলীগ। এ ব্যাপারে কোটালীপাড়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সংবাদের কোটালীপাড়া প্রতিনিধি এইচ এম কামাল হোসেন, দৈনিক মানব জমিনের সুবল চক্রবর্তী, দি নিউনেশন এর বিষ্ণু চন্দ্র ওঝা ও দৈনিক ইনকিলাবের কোটালীপাড়া উপজেলা সংবাদ দাতা কামরুল হাসান বলেন- উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ইফতার মাহফিল উপলক্ষ্যে কোটালীপাড়া প্রেস ক্লাবের কোন সংবাদ কর্মীকে দাওয়াত দেয়া হয়নি।

এছাড়াও অনুষ্ঠানের দিন বিকালে কয়েক জন টিভি সংবাদ কর্মীদেরকে দাওয়াত না পেয়ে ফিরে যেতে দেখা দেখে। তাছাড়া কোনো দিনই আওয়ামীলীগের কোন অনুষ্ঠানে কোটালীপাড়া প্রেস ক্লাবে চিঠি বা দাওয়াত পত্র দেওয়া হয়নি। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার ও শিল্পকলা একাডেমী মাঠে ইফতার মাহফিল করে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন