রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ০৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সোনালি আসর

ছড়া গুচ্ছ

প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

নতুন বইয়ের গন্ধে
হোসেন মোতালেব

নতুন বছর নতুন বইয়ের
গন্ধে আকুল সবে
নতুন দিনের হাত ছানিতেই
গড়তে জীবন হবে।

নতুন ছড়া নতুন পড়া
নতুন অভিলাষে
প্রাণ ছুয়ে যায় খুশির নাচন
উঠলে নতুন ক্লাসে।

নতুন আদর নতুন স্নেহ
নতুন ভালোবাসা
নতুন করেই হোক সকলের
জীবন বেজায় খাসা।

নতুন দিনের নতুন স্বপন
নতুন খুশির জোয়ার
নতুন বই-ই দিক খুলে সব
বদ্ধ দিলের দোয়ার।

নতুন বইয়ের গন্ধ শুঁকে
ফুলের মতো ফুটব
জীবন প্রদীপ জ্বালতে মোরা
স্কুলে সব ছুটব।

শীত এলে
শামীম খান যুবরাজ

শীত এলে ভিত কাঁপে
দুখিদের,
শীত এলে সুখ বাড়ে
সুখিদের।

শীতকালে অসহায়
দুখিরা,
শীত এলে লেপ মুড়ে
সুখিরা।

শীত এলে গরিবের
সুখ নাই,
দুখিদের তরে কাঁপা
বুক নাই।

অতিথি পাখি
ইমন শাহ

হাজারও মাইল পথ পেরিয়ে
আসছে পাখি অতিথি
সেই পাখিদের কোলাহলে
উঠছে জেগে প্রকৃতি।

ঝাঁকে ঝাঁকে খালে বিলে
পাখিরা সব ভাসছে
সবুজ শ্যামল প্রকৃতিটাও
তাদের পেয়ে হাসছে।

মনের সুখে গাইছে তারা
কিচিরমিচির গান
অথচ হায় শিকারীরা
নিচ্ছে তাদের প্রাণ।

পাখি শিকার করা জানি
নিষেধ আছে আইনে
আমরা তবে আইনটি কেনো
মেনে নিতে চাইনে?

শিশিরের রূপ
শরিফ আহমাদ

সেদিন যখন ঘুমটা ভাঙে ভোরে
পাখি ডাকে জোরে।
পাখির গানে জেগে ওঠে
বাইরে বেরোই একা,
মাঠে একটা শিশির বিন্দুর
সংগে হলো দেখা।
মৃদু হাওয়ার ঘাসের মাথায় ঝুলে
পড়বে যেন খুলে।
হীরের মতো জ্বলে শিশির
পেয়ে তাজা আলো
হঠাৎ দেখে শিশিরের রূপ
লাগলো ভীষণ ভালো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন