বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

এমপি লিটন হত্যার অস্ত্র মামলার রায় আজ

গাইবান্ধা থেকে স্টাফ রির্পোটার | প্রকাশের সময় : ১১ জুন, ২০১৯, ২:১৭ পিএম

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য (এসপি) মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যার ঘটনায় করা অস্ত্র মামলার রায় আজ মঙ্গলবার ঘোষণা করা হবে।
আলোচিত এ মামলার রায় ঘোষণা করবেন গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক।
গতকাল সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক ও শুনানিসহ সব কার্যক্রম শেষে গত ৩০ মে অস্ত্র আইনের মামলার রায় ঘোষণার জন্য ১১ জুন সময় নির্ধারণ করেন আদালত।
তিনি আরও বলেন, মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ৫ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে লিটন হত্যা মামলায় সাবেক এমপি (অব) কর্নেল ডা. আব্দুল কাদের খানকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। বর্তমানে তিনি গাইবান্ধা জেলা কারাগারে রয়েছেন।
২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি কাদের খানকে বগুড়ার বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে কাদের খানের দেয়া তথ্যানুযায়ী তার বাড়ির উঠানের মাটির নিচ থেকে ছয় রাউন্ড গুলি ও একটি পিস্তল উদ্ধার করে পুলিশ।
২০১৬ সালের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের সাহাবাজ (মাস্টারপাড়া) গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন