শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ইনকিলাব সাংবাদিক আজিজুল ইসলাম চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৯, ১২:০৫ এএম

আজ সাংবাদিক আজিজুল ইসলাম চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পারিবারিকভাবে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজিজুল ইসলাম চৌধুরী গত বছরের এই দিনে সিলেট হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আজিজুল ইসলাম চৌধুরী জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকার সুনামগঞ্জ জেলা সংবাদদাতার দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়াও তিনি আইন পেশায় দক্ষতা ও অত্যন্ত সততার সহিত দায়িত্ব পালন করেছেন। আজিজুল ইসলাম চৌধুরী ১৯৬০ সালের ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহন গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বুলচান্দ হাই স্কুল থেকে এস.এস.সি ও সিলেট টেকনিক্যাল কলেজ থেকে এইচ.এস.সি এবং সিলেট মদন মোহন কলেজ থেকে বি.কম পাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এম.কম পাশ করেন। পরে ঢাকা ‘ল’ কলেজ থেকে এল.এল.এম ডিগ্রি লাভ করেন। শিক্ষাজীবন শেষে তিনি অডিটর হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন