রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : দৈনিক ইনকিলাব পত্রিকার রাঙ্গুনিয়া উপজেলা সংবাদদাতা চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের সাংবাদিক নুরুল আবছার চৌধুরী গং এর ৮ শতক জমি গত ২০ জানুয়ারি স্থানীয় ভূমিদস্যুচক্র দখলে নিয়ে দেয়াল নির্মাণ করে। বাঁধা দেয়া হলে ভূমিদস্যুরা তার ওপর হামলার চেষ্টা চালায়। সাংবাদিক নুরুল আবছার চৌধুরী রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দেয়ার পর পুলিশের হস্তক্ষেপে দেয়াল নির্মাণ বন্ধ করে দেয়। ভূমিদস্যুদের বিরুদ্ধে থানায় মামলা করায় বাদীপক্ষের পরিবারের সদস্যদের উপর আরো বেশি ক্ষিপ্ত হয়ে উঠে। গত ১০ ফেব্রুয়ারি রাত ৭টায় চন্দ্রঘোনা পাঠান পাড়ায় ভূমিদস্যুরা ধারালো কিরিচ, দা, ক্ষুর ও লাঠিসোঁঠা নিয়ে জমির মালিক সেলু চৌধুরী গংদের উপর আক্রমণের চেষ্টা চালায়। এসময় সন্ত্রাসীদের কবল থেকে পালিয়ে জীবন রক্ষা পায়। সন্ত্রাসীরা যাওয়ার সময় সাংবাদিক নুরুল আবছার চৌধুরী, মো. আলমগীর মেম্বারসহ অন্যান্য সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে এলাকা ত্যাগ করে। এ ঘটনায় গত ১০ ফেব্রুয়ারি জমির মালিক সেলু চৌধুরী বাদী হয়ে রফিক চৌধুরী প্রকাশ বাচাইয়া (৩৮), ফরহাদ চৌধুরী প্রকাশ বিসমিল্লাহ (৩০)-এর বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী করেছেন। সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকিতে পাক্ষিক রাঙ্গুনিয়ার খবর কর্তৃপক্ষ এবং রাঙ্গুনিয়া প্রেস ক্লাব তীব্র নিন্দা জানিয়েছে। এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ন কবির বলেন, ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন