শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

২ পাইলট নিহত ৪৩ যাত্রী অক্ষত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৯, ১২:০৮ এএম

রাশিয়ায় একটি বিমান বিধ্বস্তে দুই পাইলট নিহত হয়েছেন। তবে আশ্চর্যজনকভাবে বেঁচে গেছেন বিমানটিতে থাকা ৪৩ যাত্রী এবং কেবিন ক্রুরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এক প্রতিবেদনে জানিয়েছে, জরুরি অবতরণের সময় রানওয়ের পাশে রাশিয়ার বিমানটি আছড়ে পড়ে। এর পরপরই তাতে আগুন ধরে যায়। বিমানে থাকা যাত্রীদের মধ্যে ৭ জনকে দ্রæত হাসপাতালে নেয়া হয়েছে। রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার নিযনিয়ানগ্রাস্ক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর অ্যান্তোটভ-টোয়েন্টি ফোর নামের বিমানটি জরুরি অবতরণ করতে চেয়েছিল। রানওয়েতে নামার পরই একটি পাশের একটি বেড়া ভেঙে আছড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন লাগার আগে দুই শিশুসহ ৪৩ জন যাত্রীকে নিরাপদে বের করে আনে কর্তৃপক্ষ। বেঁচে যাওয়াদের মধ্যে কেবিন ক্রুরাও আছেন। দ্য সান।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন