দীর্ঘ ২৭ বছর আগে দাফনকৃত মঞ্জুর মল্লিক নামের এক ব্যক্তির অক্ষত লাশের সন্ধান মিলেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর সূত্রে জানা যায়, কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিহাট খাঁপাড়া গ্রামে আবুল হোসেন বুড়ো তার ঘর করার জন্য মাটি খুড়তে গিয়ে দীর্ঘ ২৭ বছর আগের দাফন করা তার পিতা মঞ্জুর মল্লিকের অক্ষত লাশ সনাক্ত করেন।
পারিবারিক সূত্রে জানা যায়- মৃত্যুকালে মঞ্জুর মল্লিকের বয়স ছিলো (৭০), পেশায় তিনি ছিলেন একজন কৃষক! তিনি ৫ ওয়াক্ত নামাজ আদায় করতেন বলেও জানান এলাকার বৃদ্ধারা। ঘটনাটির সংবাদ পেয়ে এলাকার লোকজন দেখার জন্য লাশের পাশে ভীড় জমিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন