স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা মো. আবজাল হোসেন ও তার স্ত্রী রুবিনা খানমের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীত দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার সংস্থার উপ-পরিচালক মো. তৌফিকুল ইসলাম বাদী হয়ে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এসব মামলা করেন। মামলায় আবজাল দম্পতির বিরুদ্ধে ২৮৫ কোটি টাকা পাচার এবং ৩৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রায় ৮ কোটি টাকার সম্পদের তথ্য গোপন করারও অভিযোগ রয়েছে। এজাহারে আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬ (২) এবং ২৭ (১) ধারা প্রয়োগ করা হয়েছে। ধারাটি জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন সংক্রান্ত। সেই সঙ্গে মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) ধারাও যুক্ত করা হয়। উল্লেখ্য, আবজাল দম্পতির বিরুদ্ধে দুদক অনুসন্ধান শুরু করলে গোপনে দেশত্যাগ করে। তবে তাদের বেশকিছু স্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন