শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নওগাঁয় অবৈধ ভাবে কাভার্ড ভ্যানে করে সিএনজি গ্যাস বিক্রির প্রতিষ্ঠানে সিলগালা

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৯, ২:২২ পিএম | আপডেট : ২:২৯ পিএম, ২৯ জুন, ২০১৯

নওগাঁর ঢাকা রোডের পাশে আল আমিন নামের এক ব্যক্তির অবৈধ ভাবে কাভার্ড ভ্যানে করে সিএনজি গ্যাস বিক্রির প্রতিষ্ঠানে তালা ও সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। শুক্রবার রাত ১০টার সময় আদমদিঘী উপজেলার নির্বাহী অফিসার এ,কে,এম আবদুল্লাহ বিন রশীদ এ আদেশ দেন। সূত্রে জানা গেছে, আল আমিন দীর্ঘদিন ধরে সরকারের চোখকে ফাকি দিয়ে অবৈধ ভাবে দুটি কাভার্ড করে সিএনজি গ্যাস বিত্রি করে আসছিল। খবর পেয়ে আদমদিঘী উপজেলার নির্বাহী অফিসার এ,কে,এম আবদুল্লাহ বিন রশীদ, শান্তাহার পুলিশ ফাড়ির ইনচার্জ আব্দুল ওয়াদুদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে হাতে নাতে ধরে ফেলে। তবে মালিককে আটক করতে পারেনি। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট দুটি কাভার্ড ভ্যান যার মূল্য ৬০ লাখ টাকা ও ডিসপেনসার মিটার মূল্য ১২ লাখ টাকা। ওই প্রতিষ্ঠানে বিস্ফোরক লাইসেন্স, ফায়ার ব্রিগ্রেড এন্ড সিভিল ডিফেন্স লাইসেন্স, জেলা প্রশাসকের অনুমতিপত্র ও ট্রেড লাইসেন্স ণাই। পরে ওই প্রতিষ্ঠানে তালা লাগিয়ে সিলগালা করে দেয় এবং আনসার ভিডিপিকে দিয়ে ঘটনার পর থেকে এরিপোর্ট লিখা পর্যন্ত পাহারা দিয়ে রাখে। ওই প্রতিষ্ঠানের মালিক এখনও পলাতক রয়েছে। উল্লেখ্য ওই প্রতিষ্ঠানে এর আগেও ভ্রাম্যমান আদালত জরিমানা করেছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন