দিনাজপুরের বিরলে বাল্য বিয়ের আয়োজন করার কারণে কাজীর লাইসেন্স বাতিলের আদেশসহ আয়োজকদের দন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ফরক্কাবাদ ইউপি'র নলদিঘী গ্রামে কাশেম আলীর স্কুল পড়ুয়া নাতনীর বাল্য বিয়ের আয়োজন করলে সংবাদ পেয়ে বিরল উপজেলার আরপ্রাপ্ত নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাবের মোঃ সোয়াইব ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে তিনি কাশেম আলীকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ২ মাস কারাদন্ড ও সহকারী কাজী আইয়ুব আলীকে বাল্য বিয়েতে সহায়তা করার কারণে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড এবং নিকাহ রেজিস্টার (কাজী) উমর আলীর লাইসেন্স বাতিলের আদেশ প্রদান করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন