শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শুরুতেই সাড়া জাগাল ‘সৌদামিনীর সংসার’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

মাত্র এক সপ্তাহের কিছু বেশি আগে জি বাংলার নতুন সিরিয়াল ‘সৌদামিনীর সংসার’-এর প্রচার শুরু হয়েছে। অনন্য কাহিনী নিয়ে সিরিয়ালটি এরই মধ্যে তার অবস্থান নিশ্চিত করেছে। সৌদামিনীর ভূমিকায় কিশোরী অভিনেত্রী সুস্মিলি আচার্যকে নিয়ে সিরিয়ালটি ‘ভানুমতীর খেল’ সিরিয়ালের স্থলাভিষিক্ত হয়েছে রাত সাড়ে ১০টার (ভারতীয় সময়) ¯øটে। তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে সিরিয়ালটি অল্প সময়েই টিআরপিতে শীর্ষ দশে স্থান করে নিয়েছে। সিরিয়ালটির কাহিনী পুনর্জন্ম ভিত্তিক। পিরিয়ডধর্মী সোশাল ড্রামাটিতে কমিক রিলিফ, পারিবারিক কোন্দল, নাটকীয়তার মত উপাদান রয়েছে। ‘সৌদামিনীর সংসার’-এর অবস্থান ছয়ে। একই চ্যানেলের ‘কৃষ্ণকলি’ শীর্ষ অবস্থান বজায় রেখেছে। এই চ্যানেলের আরেক সিরিয়াল ‘ত্রিনয়নী’ আছে দ্বিতীয় স্থানে; এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শ্রুতি দাশ । ‘জয় বাবা লোকনাথ’ এবং উষসী রায় অভিনীত ‘বকুল কথা’ যৌথভাবে আছে তিন নম্বরে। ‘করুণাময়ী রানি রাসমনি’ পাঁচে; এতে রাসমনির ভূমিকায় আছেন দিতিপ্রিয়া রায়। ঐন্দ্রিলা সেনের অভিনয়ে স্টার জলসার ‘ফাগুন বউ’ ‘সৌদামিনীর সংসার’-এর সঙ্গে ছয়ে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন