শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শেষ হল সৌদামিনীর সংসার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৬ এএম

শেষ হল জি বাংলা-র ধারাবাহিক ‘সৌদামিনীর সংসার’। প্রায় ২ বছর দর্শকদের আনন্দ দিয়ে এবার বিদায় নিলো এই মেগা ধারাবাহিক। ধারাবাহিকের শেষ শুটিংয়ের দিন সেটে রীতিমতো কান্নাকাটির রোল পড়ে যায়। ছেড়ে যাওয়ার যন্ত্রণায় কাতর ‘সৌদামিনী টিম’। গত ৪ ফেব্রুয়ারি ‘সৌদামিনীর সংসার’ ধারাবাহিকটির শেষ পর্বের শুটিং ছিল। এর মাত্র চার দিন আগে ধারাবাহিকের শুটিং বন্ধ করার নির্দেশ আসে কলাকুশলীদের কাছে চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে। গতকাল ১২ ফেব্রুয়ারি হল শেষ পর্বের স¤প্রচার। ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার কথা কেউ প্রথমে বিশ্বাসই করতে পারেনি। কিন্তু যখন সবাই জানতে পারে যে সত্যিই বন্ধ হতে চলেছে ধারাবাহিক, সবারই মন খারাপ হয়ে যায়। কান্নাকাটি শুরু হয় সেট জুড়ে। জানা যায়, ক্রমশ রেটিং পড়ে যাচ্ছিল ‘সৌদামিনীর সংসার’-এর। তাই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রোমান্স ও হাস্যরসে মোড়া এই ধারাবাহিক শুরুর সময় অনেকেরই প্রিয় ছিল। জয়দেব মন্ডল প্রযোজিত ও শিবাংশু ভট্টাচার্য পরিচালিত ‘সৌদামিনীর সংসার’ ধারাবাহিকের ভক্তরাও খুবই অসন্তুষ্ট এই সিদ্ধান্তে। ধারাবাহিকের গল্প, নির্মাণ, অভিনয় সবকিছু মিলিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল ‘সৌদামিনীর সংসার’। আচমকা এই খবরে মুষড়ে পড়েছেন কলাকুশলী থেকে শুরু করে দর্শকরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন