মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মৌলভীবাজার পৌরসভা এসোসিয়েশেনের অবস্থান কর্মসূচী

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৯, ৩:৪৯ পিএম

রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভার কর্মকতা-কর্মচারীদের শতভাগ বেতন ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালু ও জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা প্রদানের দাবিতে অবস্থান কর্মসূচী করছে মৌলভীবাজার জেলার পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।
২ জুলাই মঙ্গলবার দূপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন মৌলভীবাজার জেলা কমিটি এই কর্মসূচী পালন করে।
মৌলভীবাজার পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মালিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন সিলেট বিভাগীয় সভাপতি সৈয়দ নকিবুর রহমান, এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সিলেট বিভাগীয় কমিটির সদস্য এ কে এম নুরুজ্জামান, অর্থ সম্পাদক রনধীর রায় কানু, বড়লেখা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, কমলগঞ্জ উপজেলা কমিটির সভাপতি সুব্রত কর, কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি কামরুল হাসান, জেলা কমিটির সভাপতি কল্যাণী সরকার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, এক দেশে দুই নীতি চলতে পারেনা। আমাদের দাবিটি দীর্ঘদিন ধরে মানা হচ্ছে না। তাই আমরা দাবি মানা না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচীর ডাক দেবো।
উল্লেখ্য, অবস্থান কর্মসূচী চলাকালে সব নাগরিক সেবা থেকে বিরত থাকছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন