শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শেরপুর প্রেসক্লাবের সামনে ৪ পৗরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচী পালন

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৯, ৪:২৬ পিএম

সরকারি কোষাগার হতে পৌর কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন ভাতাসহ পেনশন প্রথা চালু এবং জনপ্রতিনিধিদের সম্মানীভাতা প্রদানের দাবীতে সারাদেশের ন্যায় শেরপুরের ৪টি পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগণ শেরপুর প্রেসক্লাবের সামনে আজ ২ জুলাই সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচী পালন করেছে।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আহবানে ও শেরপুর জেলা শাখার আয়োজনে , শেরপুর, নকলা, নালিতাবাড়ী ও শ্রীবরদী পৌরসভা কর্মকর্তা কর্মচারীগণ এ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এসময় বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন শেরপুর জেলার সভাপতি বজলুল করিম বাপ্পী, সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন, শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, সহাকরী নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম রাজা, প্রশাসনিক কর্মকর্তা এম এ কাদের, নকলা পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, নালিতাবাড়ী পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি শামী আহাম্মেদ ও সাধারণ সম্পাদক জমির উদ্দিন, শেরপুর পৌরসভার হিসাব রক্ষক হাছান মাহমুদ শেলীম আলম, বস্তী উন্নয়ন কর্মকর্তা শরিফ উদ্দিন, শেরপুর পৌরসভা কর্মকর্তা কর্মচারী সংসদের সভাপতি ফারুক আহাম্মেদ, সাধারণ সম্পাদক রুকনুজ্জামান ঝন্টু ও সংসদের অন্যতম নেতা নুরে আলম চঞ্চল প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ অবিলম্বে সরকারকে এ দাবী মেনে নেয়ার আহ্বান জানান। তারা বলেন, বাংলাদেশের প্রতিটি নগর মহানগরে আমরা সেবা দিয়ে থাকি। কাজেই মাননীয় প্রধানমন্ত্রীর উচিৎ আমাদের ন্যায্য দাবী নেয়া।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন