ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম - ইউএসটিসির অধীনে বাংলাদেশ বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের ১৯ নার্সসহ মোট ৩৪ জনকে চাকরিচ্যুত করার প্রতিবাদে আন্দোলনে নেমেছে নার্স ও কর্মচারীরা।
রোববার হাসপাতালের সামনে অবস্থান নিয়ে মিছিল ও সমাবেশ করে আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা অভিযোগ করেছেন নিয়ম না মেনে তাদের সহকর্মীদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ।
ইউএসটিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. মানিক মিয়া সাংবাদিকদের বলেন, ৩৪ জনকে চাকরিচ্যুত এবং ১৭ জনকে নিয়ম বর্হিভূতভাবে বদলি করার প্রতিবাদে আমরা আন্দোলনের ডাক দিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন