শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

‘বাংলা’ করতে মমতার চিঠি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৯, ১২:০৮ এএম


পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে ‘বাংলা’ রাখার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ওই চিঠিতে পশ্চিমবঙ্গ নাম পাল্টে তা বাংলা রাখার পদ্ধতি সরলীকরণ করার আবেদন জানিয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, চিঠিতে সংসদের চলতি অধিবেশনেই নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সংবিধান সংশোধনী আনারও আবেদন জানিয়েছেন মমতা। অন্যদিকে এদিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দন রায় জানিয়েছেন, রাজ্যের নাম পরিবর্তন নিয়ে এখনও সবুজ সঙ্কেত দেয়নি কেন্দ্র। কারণ, এটা করতে সংবিধান সংশোধন প্রয়োজন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে মমতা ব্যানার্জী উল্লেখ করেন, রাজ্যের নাম ইংরেজিতে ওয়েস্টবেঙ্গল এবং বাংলায় তা পশ্চিমবঙ্গ, আমাদের রাজ্যের প্রাচীন ইতিহাসে এমন কোনও প্রামাণ্য দলিল নেই। আমি আপনাকে অনুরোধ করবো, সংসদের চলতি অধিবেশনে সঠিকভাবে প্রয়োজনীয় সংবিধান সংশোধনী আনুন। মুখ্যমন্ত্রী বলেন, ২০১৭ সালের ৮ সেপ্টেম্বর সিদ্ধান্ত নেয়া হয়, রাজ্যের নাম পরিবর্তন করে বাংলা, ইংরেজি এবং হিন্দিতে ‘বাংলা’ রাখা হবে। পাশাপাশি এটাও জানান, ২০১৮-এর ২৬ জুলাই এ নিয়ে বিধানসভায় প্রস্তাব আনে রাজ্য সরকার। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মমতা ব্যানার্জী জানান, ২০১৮ সালের ২১ আগস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের সঙ্গে যোগাযোগ করেন রাজ্যের মুখ্যসচিব। পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে বাংলা, হিন্দি এবং ইংরেজিতে ‘বাংলা’ রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার অনুরোধ জানান তিনি। বুধবার পশ্চিমবঙ্গ সরকারের এক কর্মকর্তা জানান, রাজ্যের নাম পরিবর্তনের পদ্ধতি সরলীকরণ করার জন্য কেন্দ্রের কাছে অনুরোধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এনডিটিভি।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন