শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

নূপুর শর্মাদের গ্রেফতারের দাবি জানালেন মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুন, ২০২২, ১২:১৫ পিএম

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার জেরে নূপুর শর্মাকে গ্রেফতারের দাবি তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার (৯ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। খবর এবিপি আনন্দের।

তিনি বলেন, বিজেপির যে দুইজন নেতা নবী মোহাম্মদকে নিয়ে যে জঘন্য মন্তব্য করেছে তাদের নাম নিতেও আমার ঘৃণাবোধ হয়। আমি তা বলতে চাচ্ছি না, আপনারা ভালো করে জানেন সে বিষয়টি। তাদের উদ্দেশ্যই হচ্ছে দেশের মধ্যে বিদ্বেষ ছড়ানো। আমি অলরেডি টুইট করে বলেছি তাদের গ্রেফতার করা উচিত। আমার রাজ্যে এমন ন্যক্কারজনক ঘটনা হলে সাথে সাথে তাদের গ্রেফতার করাতাম।
এ সময় তিনি আরও বলেন, এই ঘটনায় আমরা ভুক্তভোগী হচ্ছি। বিজেপির উচিত তাদের গ্রেফতার করা। তাদের সিকিউরিটি দিয়ে যদি নিরাপত্তা নিশ্চিত হয়, তাহলে আমি বলবো তাদের নিরাপদ স্থান হলো তিহার জেল। সূত্র : আনন্দবাজার

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন