ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমাকে প্রচার করতে দেওয়া হয়নি। আমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল।’ বুধবার দেশটির বিধানসভায় রাজ্যপালের ভাষণ নিয়ে আলোচনার সময় দাঁড়িয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন মমতা। মমতার দাবি, নির্বাচনের প্রচারণার সময় নন্দীগ্রামে গেলে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। মমতার এমন দাবি করার সময় বিজেপি বিধায়করা কোনো প্রতিবাদ করেননি। পরে সংবাদ সম্মেলনে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেন, এমন গুরুতর অভিযোগ এতোদিন পর কেন করলেন মমতা? কেন কোনো পদক্ষেপ করল না পুলিশ? এমন ঘটনায় নিরাপত্তায় গাফিলতির জন্য কোনো পুলিশ কর্মকর্তাও বরখাস্ত হলেন না! মমতাকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, ‘আসলে নন্দীগ্রামে হারের যন্ত্রণা উনি ভুলতে পারছেন না। বার বার সেই যন্ত্রণা থেকে এইসব বলে চলেছেন।’ এদিন মমতাকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বলেও কটাক্ষ করেন শুভেন্দু। প্রসঙ্গত, ২০২১ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে প্রায় ২ হাজার ভোটে পরাজিত হয়েছিলেন তিনি। পরে ভবানীপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী পদ ধরে রাখেন তিনি। হিন্দুস্তান টাইমস।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন