কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া মোস্তফা খাতুন (৬০) নামে এক রোহিঙ্গা নারী ঘরের দেয়াল চাপা পড়ে মারা গেছেন।
শুক্রবার ভোর রাতে উখিয়ার কুতুপালং ২ নম্বর ক্যাম্পের এফ ব্লকের ব্লক-ডিতে এ দুর্ঘটনা ঘটে।
কুতুপালং আন-রেজিস্টার্ড ক্যাম্পের সেক্রেটারি মুহাম্মদ নূর জানান, বৃহস্পতিবার রাতে ভারী বর্ষণ হওয়ায় শুক্রবার ভোর রাতে বাড়ির দেওয়াল চাপা পড়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। নিহত মোস্তফা খাতুন ওই শরণার্থী শিবিরের মৃত আবু বক্করের স্ত্রী ।
উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টিপাতের ফলে মোস্তফা খাতুন শুক্রবার ভোর রাতে ঘরের দেওয়াল চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে রোহিঙ্গারা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন