রংপুরে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে হাওয়া বেগম (৩৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে নগরীর বাংলাদেশ ব্যাংক মোড় এলাতায় এ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, শনিবার সকাল ১০টার দিকে ওই নারী চার্জার রিক্সাযোগে বাংলাদেশ মোড় হয়ে শহরের দিকে আসছিলেন। এ সময় রিক্সার চাকার সাথে ওড়না পেচিয়ে গেলে তিনি রিক্সা থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। স্থানীয় লোকজন তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার ভ্যানিটি ব্যাগ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র থেকে জানা য়ায় তিনি ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের গেন্ডারিয়া এলাকার মনসুর আলীর মেয়ে। শুধুমাত্র নাম ঠিকানা পাওয়া গেলেও অন্য কোন মাধ্যম না থাকায় তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে চেষ্টা চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন