শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

গরুর সাথে ধাক্কা লেগে নারীর মৃত্যু

নীলফামারী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২১, ১২:০১ এএম

গরুর সাথে ধাক্কা লেগে প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর। গতকাল রোববার সকালে ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাজেডুমরিয়া নয়াবাড়ি এলাকায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ওই ব্র্যাক কর্মী রেহানা আক্তার (৩৫) মোটরসাইকেলে জলঢাকা অফিসে যাওয়ার সময় কিশোরগঞ্জ সদর ইউনিয়নের বাজেডুমরিয়া নয়াবাড়ি এলাকায় পৌছলে একটি গরু হঠাৎ রাস্তায় চলে আসে। মোটরসাইকেলটি গরুটির সাথে ধাক্কা লাগলে পড়ে গুরুত্বর আহত হয় ওই ব্র্যাক কর্মী।
এলাকাবাসাী তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে গতকাল দুপুরে তার মৃত্যু হয়। মৃত ব্র্যাক কর্মীর রেহানা আক্তার জলঢাকা ব্র্যাক অফিসে ক্রেডিট অফিসার (প্রগতি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি কিশোরগঞ্জ সদর ইউনিয়নের সরকারি ডিগ্রী কলেজ সংলগ্ন কেশবা গ্রামের বাসিন্দা মনোয়ার হোসেনের স্ত্রী।
এ প্রসঙ্গে কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল বলেন, গরুর সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয়ে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন