রামগড়ে ৫দিন টানা ভারীবর্ষণের কারণে ফেনী নদী উপকুলবর্তী শহর ও পুরো উপজেলার জনজীবন পানিবন্ধীসহ বিপর্যস্ত হয়ে পরার আশংখা রয়েছে। ভারী বর্ষণের কারণে উপজেলার ফেনীরকুল, আনন্দ পাড়া, গর্জনতলী, মহামনি, সোনাইপুল, কালাডেবা, মাষ্টার পাড়া, লাচাড়ী পাড়া, কাঁশীবাড়ীসহ ১ও ২ নং ইউপির বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এদিকে ফেনী নদীর পানি এখন বিপদ সীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে। তলিয়ে গেছে নবর্নিমাধীন বাংলাদেশ ভারত মৈত্রী সেতু ১ এর ব্রিজের পিলারসহ মালামাল আনানেয়ার জন্য অস্থায়ী ভিত্তিতে তৈরি ব্রিজটি। এদিকে তলিয়ে যাওয়া এলাকা সরেজমিনে পরির্দশনসহ সহযোগিতার হাত বাড়িয়ে জরুরি ভিত্তিত্বে দুর্যোগ আশ্রয় কেন্দ্র খুলেছেন উপজেলা প্রশাসন। উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা রিয়াদ হোসেন এ প্রতিনিধিকে জানান- দুর্যোগ মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা হাতে নেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত এ প্রতিনিধিকে জানান- ইতিমধ্যে দুর্যোগ মোকাবেলার লক্ষে সার্বক্ষনিক তথ্য আদান প্রদানের জন্য অফিস কার্যালয়ে ১(এক)টি নিয়ন্ত্রন কক্ষ ও ৯(নয়)টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসাবে খোলা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী দুর্যোগ মোকাবেলার পূর্ব প্রস্তুতি বিষয়ে জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে বলেন- টানা ভারীবর্ষণের ফলে অত্র উপজেলায় দুর্যোগে জনগনের নাগরিক সুযোগ সুবিধার জন্য যাযা করার প্রয়োজন তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে নির্দেশ প্রদান করা হয়েছে। এদিকে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েেেছন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভাসহ, যুব রেড ক্রিসেন্ট রামগড় উপজেলা ইউনিট প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, বিজিবি- পুলিশ- ফায়ার সার্ভিস, চিকিৎসা বিভাগ এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন