শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দলিত ছেলেকে বিয়ে করায় বাবার বিরুদ্ধেই অত্যাচারের অভিযোগ বিজেপি বিধায়কের মেয়ের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৯, ২:০০ পিএম

ছেলে দলিত। কিন্তু তাঁকেই বিয়ে করেছে মেয়ে। আর তাই মেয়ের উপর রাগে অগ্নিশর্মা বাবা। তিনি আবার উত্তরপ্রদেশের চেইনপুরের বিধায়ক। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বাবা রাজেশ শর্মার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ এনেছে মেয়ে সাক্ষী মিশ্র। ভাইরাল ভিডিওতে বিধায়ক কন্যার দাবি, নিচু জাতের ছেলেকে বিয়ে করায় তাঁদের জীবন অত্যন্ত বিপদে। বছর তেইশের সাক্ষী বুধবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। তাতে তিনি বলেছেন, ‘‌দলিত যুবক অজিতেষকে ভালোবেসে সে গত বৃহস্পতিবার বিয়ে করেছে। কিন্তু বাবা তা মেনে নিচ্ছে না।’‌ এরপর তিনি বলেন, তাঁকে যেন নিজেদের পছন্দের মানুষের সঙ্গে জীবন কাটাতে দেওয়া হয়। এরপরে হুমকিও দেন সাক্ষী। জানান, এরপর তাঁদের সঙ্গে খারাপ কিছু ঘটলে তার দায় বর্তাবে রাজেশ মিশ্রের উপরই। এক্ষেত্রে নিজের বাবাকে কোন মতেই রেহাই দেবে না সে। সাহায্য চেয়ে সাক্ষী দ্বারস্থ হয়েছেন অন্যান্য বিধায়কদেরও। তালিকায় নাম রয়েছে সাংসদেরও। বরেলির সাংসদ ও বিধায়কের কাছে সাক্ষীর আবেদন, তাঁকে ও তাঁর স্বামীকে হেনস্থা করছেন বিধায়ক রাজেশ মিশ্র। এই অবস্থায় বিধায়ক বাবাকে যেন কেউ সাহায্য না করে। তবে এনিয়ে কিছু বলতে রাজি হননি বরেলির সাংসদ ও বিধায়ক। খবর পেয়েই পদক্ষেপ করেছে পুলিস। ডেপুটি সুপার আর কে পান্ডে জানিয়েছেন, ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে। ভাইরাল ভিডিও ফুটেজ দেখে এসএসপিকে নব দম্পতির নিরাপত্তা বৃদ্ধির নির্দেশও দেওয়া হয়েছে। তবে ডিআইজি–র তরফে জানানো হয়েছে, বিথারি চেইনপুরের বিজেপি বিধায়কের কন্যা বর্তমানে কোথায় রয়েছে তা জানা যায়নি। এই অবস্থায় তাই নিরাপত্তার কথা বলা হলেও বাস্তবে তা করা সম্ভব হচ্ছে না।‌‌

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন