শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পাঁচবিবিতে ৫৪০ ফেন্সিডিলসহ আটক ৩

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৯, ৫:২৮ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে কচু বোঝাই পিকআপ ভ্যান হতে ৫৪০ ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে আটকৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলাও হয়েছে।

থানা পরিদর্শক মোঃ মনসুর রহমানের নেতৃত্বে এসআই সামিদুল্ল্যাহ সরকার, এএসআই গোলাম মুর্তুজা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় পাঁচমাথা আলমের ছ’মিলের সামনে কচু বোঝাই ৬ চাকার -ঢাকা মেট্রো-ন-১৩-৪৩১৪ নাম্বারের একটি পিকআপ ভ্যান আটক করে। পরে পিক ভ্যানটি তল্লাশী চালিয়ে কচুর নিচ থেকে (৪ বস্তা) ৫৪০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করে।

আটককৃতরা হলো হাকিমপুর উপজেলার নওদা পাড়া গ্রামের কাছাব উদ্দিনের পুত্র মোস্তাক (৩০) একই উপজেলার নওদা পাড়া গ্রামের কাফাজ উদ্দিনের পুত্র সুজন (২২) ও বিরামপুর উপজেলার চকবসন্ত মুন্না পাড়ার আব্দুল মজিদের পুত্র মেজবাউল (১৮)। আটককৃত ফেন্সিডিলের মূল্য ৪ লক্ষ ৩২ হাজার টাকা। পুলিশ ফেন্সিডিল বহনকারী পিকআপন ভ্যানটি আটক করেছে। 

 

Rqcyinv‡Ui cuvPwewe‡Z 540

†dwÝwWjmn 3 Rb AvUK

 

cuvPwewe (RqcyinvU), Dc‡Rjv msev``vZv t

Rqcyinv‡Ui cuvPwewe‡Z KPz †evSvB wcKAvc f¨vb n‡Z 540 †dwÝwWjmn 3 Rb gv`K e¨emvqx‡K AvUK K‡i‡Q _vbv cywjk| G NUbvq we‡kl ÿgZv AvB‡b AvUK…Z‡`i weiy‡× _vbvq GKwU gvgjvI n‡q‡Q|

_vbv cwi`k©K †gvt gbmyi ingv‡bi ‡bZ…‡Z¡ GmAvB mvwg`yjø¨vn miKvi, GGmAvB †Mvjvg gyZ©yRv m½xq †dvm©mn †Mvcb msev‡`i wfwˇZ MZKvj eyaevi mܨv mv‡o 7 Uvq cuvPgv_v Avj‡gi QÕwg‡ji mvg‡b KPz †evSvB 6 PvKvi -XvKv †g‡Uªv-b-13-4314 bv¤^v‡ii GKwU wcKAvc f¨vb AvUK K‡i| c‡i wcK f¨vbwU Zjøvkx Pvwj‡q KPzi wbP †_‡K (4 e¯Ív) 540 †evZj fviZxq †dwÝwWjmn 3 Rb‡K AvUK K‡i|

AvUKK…Ziv n‡jv nvwKgcyi Dc‡Rjvi bI`v cvov MÖv‡gi KvQve Dwχbi cyÎ †gv¯ÍvK (30) GKB Dc‡Rjvi bI`v cvov MÖv‡gi KvdvR Dwχbi cyÎ myRb (22) I weivgcyi Dc‡Rjvi PKemšÍ gybœv cvovi Avãyj gwR‡`i cyÎ †gRevDj (18)| AvUKK…Z †dwÝwW‡ji g~j¨ 4 jÿ 32 nvRvi UvKv| cywjk ‡dwÝwWj enbKvix wcKAvcb f¨vbwU AvUK K‡i‡Q| 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন