বরিশাল নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন শীল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল রোববার দিনগত রাতে নগরের সদর রোড এলাকার বেলভিউ মেডিক্যাল সার্ভিস নামে একটি ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সুমন ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ওয়ার্ড মাস্টার মশিউর রহমান ফিরদাউস।
মৃত যুবকের মা দিপালী রানী শীল জানান, রোববার ভোলা থেকে তার চিকিৎসা করানোর জন্য বরিশাল নগরের বেলভিউ মেডিক্যাল সার্ভিসে চিকিৎসকের চেম্বারে আসে সুমন।
রাতে পরীক্ষা-নিরীক্ষার পর রিপোর্ট দেখানোর জন্য চিকিৎসকের জন্য চেম্বারের সামনে অপেক্ষায় ছিলেন তারা। এ সময় সুমনের শিশু সন্তান দুষ্টুমি শুরু করলে তাকে শান্ত করতে সামনের দিকে এগিয়ে যায় সুমন।
এ সময় লোহার একটি ক্লপসিবল গেটে হাত লাগা মাত্রই সুমন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। ক্লপসিবল গেটটি আগে থেকে বিদ্যুতায়িত ছিল। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট ডায়াগনস্টিক সেন্টারের কারো বক্তব্য পাওয়া না যায়নি। তবে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি খোঁজ-খবর নিয়ে দেখা হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন