শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২১, ৪:৩৭ পিএম

কলাপাড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে মিঠুন হাওলাদার (১৮) নামে এক কলেজ ছাত্র’র মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ৯ টার দিকে ধুলাসার ইউনিয়নের বৌলতলী গ্রামে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্ের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কলেজ বন্ধ থাকার কারনে পরিবারের জোগান দিতে সে স্থানীয় একটি ডেকরেটারে কাজ নেয়। ডেকরেটারে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। মিঠুন হাওলাদার মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। সে মহিপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মাখন হাওলাদারের ছেলে জানা গেছে।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন