উত্তর : লজ্জাস্থান দেখা ওযু ভঙ্গের কারণ নয়। শর্টপেন্ট পরে ওযু করলে ওযু হবে, গোছল করলে গোছলও হবে। কারণ, ওযু গোছল শুদ্ধ হওয়ার জন্য সতর ঢেকে রাখা শর্ত নয়। ওযু এবং গোছলে নিয়ত করা যেহেতু স্বতন্ত্র বিধান নয়, অতএব গোছল করলে এমনিতেই ওযু হয়ে যায়। আলাদা ওযু লাগে না। আর ফরজ গোছলে তো ওযু সমন্বিতভাবে গোছলের সাথেই হয়ে যায়।
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতাওয়া বিশ্বকোষ।
উত্তর দিয়েছেন: আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন