শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনালি আসর

বাংলাদেশের ফল

প্রকাশের সময় : ৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

আহাদ আলী মোল্লা

আমড়া তেঁতুল চালতা বরই খেজুর পেঁপে আম
বাঙ্গি ফুটি কাঁকড় শসা ডালিম লিচু জাম
গাব সফেদা পেয়ারা তাল কাঁঠাল লেবু বেল
আতা কলা ডাব কতবেল করমচা নারকেল

আমলকী আনারস কামরাঙা কুল
তরমুজ জামবুরা কাউ জামরুল
জলপাই মেওয়া
লটকন ডেওয়া
আসফল আখরোট;
কয়খানা হলো মোট?
আরো কতো ফল;
নাম শুনে সব্বারই মুখে আসে জল
এইসব ফল যদি খেতে মন টানে,
চলে এসো শ্যামলিমা বাংলার পানে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন