শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বৃষ্টির পানি সঞ্চয় বাধ্যতামূলক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৯, ১২:০১ এএম


পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক স্বাভাবিক : ফয়সাল
প্রধানমন্ত্রী ইমরান খানের ওয়াশিংটন সফরের পর পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে বলে জানিয়েছেন পাকিস্তান পররাষ্ট্র দফতরের মুখপাত্র ড. মোহাম্মদ ফয়সাল। যুক্তরাষ্ট্র থেকে খানের দেশে ফেরার কয়েক ঘন্টা পর বৃহস্পতিবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এমন কি মার্কিন সরকার এবার ‘আরো কিছু করো’ শব্দগুচ্ছ পর্যন্ত ব্যবহার করেনি। ওসামা বিন লাদেনকে যুক্তরাষ্ট্র ধরতে পারার পেছনে ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে ড. ফয়সাল বলেন, পাকিস্তান শুধু প্রাথমিক কিছু তথ্য দিয়েছিলো। এ বিষয়ে আরো প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি আমি স্বীকার বা অস্বীকার কিছুই করছি না। তবে আইএসআই এ ব্যাপারে ভালো বলতে পারবে। চলতি সপ্তাহের গোড়ার দিকে ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাতকারে প্রধানমন্ত্রী ইমরান বলেন, ওসামা বিন লাদেনের অবস্থানের ব্যাপারে আইএসআই তথ্য দিয়েছিলো। সিআইএকে জিজ্ঞেস করে দেখতে পারো, অবস্থানের ব্যাপারে টেলিফোনে প্রাথমিক তথ্য দিয়েছিলো আইএসআই। ড. ফয়সাল আরো জানান যে পাকিস্তান সফরের ব্যাপারে ইমরান খানের আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পররাষ্ট্র দফতরের মুখপাত্র আরো বলেন, যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্ব চলমান আফগান শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা স্বীকার করে নিয়েছে। সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দুই দেশই তাদের নিজ নিজ স্বার্থ অনুসরণ করবে বলে স্বীকার করেন ট্রাম্প। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে তিন দিনের সফর শেষে দেশে ফিরেছেন ইমরান খান। সফরকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সঙ্গে বৈঠক করেন। মার্কিন কংগ্রেস সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ইউএস ইন্সটিটিউট অব পিসে বক্তব্য দেয়াসহ আরো বেশকিছু অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এসএএম।পানির কষ্ট সমগ্র ভারতে প্রকট হয়েছে চলতি বছর। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভরা বর্ষায় এবার দেখা নেই বৃষ্টির। স্বাভাবিক ভাবেই ভূগর্ভস্থ পানির স্তর নিয়ে চিন্তিত পরিবেশবিদরা। পানির স্তর কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে রাজ্য সরকারের উদ্যোগে চালু রয়েছে ‘পানি ধর, পানি ভর’ প্রকল্প। এবার এ ব্যাপারে আরেক ধাপ উদ্যোগী হয়েছে তমলুক পৌরসভা। গৃহ নির্মাণের জন্য ‘রেইন ওয়াটার হার্ভেস্টিং’ ব্যবস্থাকে বাধ্যতামূলক করেছে তারা। পৌরসভা কর্তৃপক্ষ একটি নির্দেশনা জারি করে জানিয়েছে, শহরে কেউ কোনো নতুন বসতবাড়ি নির্মাণের পরিকল্পনা করলে তাকে বাড়িতে বৃষ্টির পানি সংরক্ষণ করে তা ভূগর্ভস্থ করার ব্যবস্থা রাখতে হবে। বাড়ির নকশায় তার উল্লেখ থাকতে হবে। তবেই মিলবে বাড়ি নির্মাণের অনুমোদন। পৌরসভা সূত্রে জানা গেছে, সরকারি প্রকৌশলীরা বাড়ির নকশা তৈরির সময় ওই ব্যবস্থা তৈরির পদ্ধতি সম্পর্কে বাসিন্দাদের জানাবেন এবং নকশা বানিয়ে 

দেবেন। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন