শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ফারহান-দিপা চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৯, ৮:৩৭ পিএম

ঢাকা কমার্স কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রদের মধ্যে ফারহান রায়াত ও ছাত্রীদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন মাহিনূর আক্তার দিপা। বুধবার কলেজের আট দিনব্যাপী শিক্ষা সপ্তাহ, বার্ষিক সাংস্কৃতিক ও অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়। সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রায় সাত’শ এবং অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় ১১শ’ শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতার ইভেন্টগুলো হলো- দাবা, ক্যারম একক ও দ্বৈত, টেবিল টেনিস একক ও দ্বৈত, ব্যাডমিন্টন একক ও দ্বৈত এবং ফেন্সিং। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ ড. শফিকুর রহমান। এ সময় উপাধ্যক্ষ (প্রশাসন) প্রফেসর মো. শফিকুল ইসলাম, উপদেষ্টা (অ্যাকাডেমিক) মোজাহার জামিল, ক্রীড়া কমিটি আহ্বায়ক ড. কাজী ফয়েজ ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক আলী আজম উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন