ভারতের ছত্তিশগড় রাজ্যের রাজনন্দগাঁও জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাত মাওবাদী নিহত হয়েছেন।
শনিবার (৩ আগস্ট) এ ঘটনা ঘটে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে নেমেছিল ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি) সদস্যরা। এর মধ্যেই শনিবার ভোর ৬টার দিকে বাঘনদী থানাধীন সিতাগোতা গ্রামের কাছের একটি জঙ্গলে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে সাত মাওবাদী নিহত হয়।
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সুন্দরাজ পি জানান, গুলি বিনিময়ের ঘটনার পর ঘটনাস্থল থেকে সাত মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া একে-৪৭সহ বিপুল পরিমান অস্ত্রও উদ্ধার করা হয়।
এখনও মাওবাদী বিরোধী এ অভিযান চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন