শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আড়াই ঘণ্টার রাস্তা ৮ ঘণ্টা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৯, ১:৪৫ পিএম

ঢাকা-পাটুরিয়া মহাসড়কে সময় লাগছে স্বাভাবিক সময়ের চেয়ে ৩ গুণেরও বেশি। রাজধানীর গাবতলী থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট পর্যন্ত যেতে সময় লাগে দুই থেকে আড়াই ঘণ্টা। কিন্তু এখন লাগছে ৮ থেকে ৯ ঘণ্টা। এ কারণে মহাসড়কে পাটুরিয়া ঘাট থেকে গাড়ির লাইন দীর্ঘ হয়ে প্রায় ১০ কিলোমিটার। এতে ভোগান্তিতে পড়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ১৯টি জেলার যাত্রী সাধারণ।

ঝিনাইদহগামী একটি বাসের এক যাত্রী বলেন, তিনি ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়ি যাচ্ছেন। গাবতলী থেকে সকাল ৫টার দিকে তার পরিবারের সদস্যদের নিয়ে পাটুরিয়ার উদ্দেশে রওয়ানা করেছেন। বেলা ১১টায় তার গাড়ি পৌঁছেছে মানিকগঞ্জের টেপড়া এলাকায়। পাটুরিয়া পৌছতে তার আরও সময় লাগবে কমপক্ষে ৩ ঘণ্টা। দীর্ঘ সময় অসহনীয় গরমে গাড়িতে দুর্ভোগ পোহাচ্ছেন।

পাটুরিয়া ঘাটের ৩ নম্বর পন্টুনের সামনে ফেরিতে উঠার আগ মুহূর্তে পূর্বাশা বাসের যাত্রী আব্দুল আওয়াল জানান, তার গাড়ি পাটুরিয়া ঘাটে আসতে সময় লেগেছে প্রায় ৮ ঘণ্টা। মাগুরাগামী আরেক বাসযাত্রী জানান, তার গাড়ি গাবতলী থেকে পাটুরিয়া পর্যন্ত আসতে সময় লেগেছে ৮ ঘণ্টারও বেশি। তাদের অভিযোগ, প্রশাসনের গাফিলতির কারণে মহাসড়কে এবার এমন সমস্যা হয়েছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, ২০টি ফেরি চালু আছে। ফেরি পারাপারে কোনও সমস্যা নেই। তবে যানবাহন ও যাত্রীর সংখ্যা বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছেন তারা।

এদিকে, বিভিন্ন বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা। গাবতলী থেকে পাটুরিয়ার ভাড়া ১২০ টাকা থাকলেও নিচ্ছেন ৪শ’ থেকে ৫শ’ টাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন