সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন এমপি বলেছেন, বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে ক্ষতিগ্রস্থ সড়কগুলো মেরামত করা হবে।
শুক্রবার বিকেলে মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের বুধিরপাড়া হইতে কামারপাড়া পর্যন্ত ৮ কোটি টাকা ব্যয়ে প্রায় ৬ কিলোমিটার দৈর্ঘ্য নির্মাণাধীন সড়ক পরিদর্শন শেষে তিনি একথা বলেন। বুধিরপাড়া হইতে কামারপাড়া পর্যন্ত নির্মাণাধিন সড়কটি গত অর্থ বছরে প্রায় ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। কিন্ত চলতি বছরের বন্যায় সড়কটির ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়। ক্ষতিগ্রস্থ সড়ক নির্মাণে এলাকাবাসী দাবি জানালে বিকেলে এমপি একাব্বর হোসেন তা পরিদর্শনে যান।এ সময় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এমপি পুত্র তাহরীম হোসেন সীমান্ত ছাড়াও এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন